আমি আঁকতে চেয়েছিলাম
স্নিগ্ধ জলরাশি
এঁকে ফেললাম ঘামের ফোঁটা
আর অমাবস্যার অন্ধকার ৷
আমি দেখতে চেয়েছিলাম
অনস্তিত্বের বিন্দু
দেখে ফেললাম হারানো ক্ষণ
আর অপেক্ষার সংলাপ ৷
তোমার ক্লান্তিগুলো ভিড় করে
দুঃখগুলোও আমার কামরাতে
আসে; যখন রাত ঘুমায়
আর অনুভূতিরা কথা বলে ৷
২০০৩২০১৮
দেবগ্রাম