অনন্ত জলরাশি অল্পই,
যদি তোমার মহিমা লিখি
জ্ঞানের পরিধি ছোটই,
যদিও জগতের পুঁথি শিখি ৷

         ২
অপরাধ পার হয়
অন্যায় উপমায়
সদাচরণ আমার
বড়োই দূর্বল, তাই
তোমার অপরাধ ব্যয়িত
আমার আত্মরক্ষায় ৷