তারপরে এসো ফের মেঘ সরে গেলে
আঁধার যদি দুখী করে,
যদি মনে আসে মোরে,
ফিরে এসো পুনঃরায় রাত্রি পোহালে ৷