মেঘলা মনের মেঘ কেটে গেছে
       বিমর্ষ সন্ধ্যার রাঙা
               আলোয়,
সরস বাকপটুতায় জেগেছে আনন্দ
          মিহি অন্ধকারের
                 ঠোটে৷