অনন্যা তুমি অন্যের কেউ
তুমি সুপ্ত মনে দীপ্ত স্মৃতি
অনন্যা তুমি ভেঙে যাওয়া ঢেউ ৷

অনন্যা তুমি এক বিস্মৃত সুর
আমার রিক্ত হাত আঁখি অশ্রুপাত
অনন্যা তুমি আকাশের চেয়ে দূর ৷

অনন্যা তুমি আমার কলমের কালি
তুমি নদীর তট ছায়াদানী বট
অনন্যা তুমি নতুন বাগীচার মালি ৷

অনন্যা তুই মোর পটে আঁকা ছবি
তুই চির বন্ধন হৃদয় স্পন্দন
অনন্যা আমি তোর ছেড়ে যাওয়া কবি ৷

১৮-০৫-২০১৮