আমি বড়ো ক্লান্ত!
শোষিতের তাজা রক্ত দেখে,
বিকলাঙ্গতার নানা রূপ দর্শে;
শিশুর খুনে ওরা তৃপ্ত আধুনিক
ওরা পৃথিবীদ্রোহী সন্ত্রাসী
নষ্ট মানবতার রাজা, ধ্বংসের প্রতিচ্ছবি,
তাদের পুঞ্জীভূত পাপ জাতিপুঞ্জ
শিকলে বাধা শিক্ষিত শয়তান৷
আমি বড়ো শ্রান্ত!
নবযৌবনার প্রতি দিশি শুকুনের
নির্দয় আক্রমণের সাক্ষী হয়ে,
প্রতিবন্ধী সরকারের পোষ্যদের
নারীর প্রতি বিরত্ব অবলোকনে,
সকাল সন্ধ্যায়
ভাবি নির্বাক নীরবতায়৷
আমি বড়ো অবসাদ গ্রস্থ!
সামান্য পথ হাটতে আমি অবসন্ন;
ক্রমে সংকীর্ণ হয়ে আসা
পথের পথিক হয়ে৷
কন্টকিত পথ চলতে চলতে
রক্তে রঞ্জিত পদতল,
যাত্রা থামাতে চাই আমি
কারণ আমি বড়ো ক্লান্ত৷