ছেড়ে সব লাজ, আমি বিদ্রোহী আজ
বিবেকের কষাঘাতে,
দেখে ধ্বংসের লেলিহান, পুড়িছে মোর প্রাণ
নির্ঘুম দিনে রাতে৷
আমার বদ্ধ মুষ্টি, করিবে তুষ্টি
যত অত্যাচারিত প্রাণ,
অম্বর ভেদী, পর্বত বেদি গাও সবে
আজ বিপ্লবী গান৷
আমি আগ্নেয় গিরি, লাভা হয়ে ফিরি
করি বিস্ফোরণ,
আমি দরিয়ার ঢেউ, বাধিবে না কেউ
করিয়া সন্তরণ৷
আমি হুঙ্কার, তুলি ঝঙ্কার করি
শয়তানী বরবাদ,
যত লম্পট, দেখিবে সংকট, আমার
প্রলয়ের প্রতিবাদ৷
আমি নির্মম, আমি নিষ্ঠুর
আমি নির্দয় আঘাতে,
আমি অগ্নি, ছাই ঢালি শুধু
অত্যাচারী জালেমের পাতে৷
ওঠ! বেটা দলিত, মুসলিম, হিন্দু
মজলুম তোরা যত,
ঝটকা টানে বের করে আন বিরত্ব অনল
আছে কার কত৷
আমি তিতুমীর, আমি ক্ষুদিরাম
আমি ইংরেজী কারাগার,
আছে যত আজ, দিশি ইংরাজ ছাড়ব না
তারে পথ পালাবার৷
আরে আছে যত অনু, হয়ে যা পরমাণু
শক্তির হাতল ধর,
হ যত পোলা, কামানের গোলা
কাঁপাতে চরাচর৷
আমি ছেড়েছি পালঙ্ক, হঠাতে কলঙ্ক
রাখতে উন্নত শির,
নিনাদে পাষান ভেদী, কপটের উলটে গদি
তবে হবো স্থির৷
আমি তলোয়ার, আমি হাতিয়ার
অন্ধ চেতনার প্রতি,
শুধু মোনাফেক, ধরেছে যারা ভেক
করে দেব তাদের ক্ষতি৷
আমি বিজলী, আমি বজ্র, আমি
বিদঘুটে কদাকার,
আমি কালবৈশাখি, ধ্বংসের ছবি আঁকি
বিপদে পারাবার৷
আমি গুজরাট, আমি কাশ্মীর, আমি
আসামীর মারাঠীর,
আমি ভারতের বঞ্চিতের গদা,
লাঠিয়াল বাঙালীর৷
নাশিতে যত খল, আমি মহা রণবল
তরঙ্গ উত্তাল,
আমি উচ্ছ্বল, মহা উচ্ছৃঙ্খল, মহা
প্রলয়েও অবিচল৷
আমি ত্রাস সন্ত্রাসীর, আমি কম্পন আগ্রাসীর
ভূমি ভারতের,
আমি স্পর্ধা, আমি হিম্মৎ খুলি কৌতূহল
প্রতি পরতের৷
আমি নিশঙ্ক, ভেবে করি অঙ্ক
বুক ফেড়ে লিখি গান,
আমি বিদ্রোহী, কবি নির্মোহী, রাখি
ভারতের মহামান৷৷
১৮/৮/২০১৬
( নজরুল প্রভাবে দেশের অবস্থা অবলোকনে)