রক্ত কণিকা ছেড়েছে লৌহ রঞ্জক
সুরম্য বাগান বাড়ির আবাসিক হলেও
আগাছার মতো বেড়ে ওঠা পথশিশুর
দেহ হতে৷
দেহ গহ্বরের নালিকা ভাইরাসের ডাস্টবিন
কারণ রক্তের রঙ ডিপ্লোব্লাস্টিক ননকর্ডাটার
জীবনের শরীরে মরণের চিরন্তন উদ্ভাস
তবুও কত উল্লাস ভয়াল পরিণামের চির সত্যে ৷
এভাবেই পেরিয়ে যায় লোহিত সাগর
ছিন্ন মস্তক, ধ্বংসের বহ্নি, সলিল সমাধি লাশ
শেয়ালের বিরত্ব বুকে দৃষ্টিভ্রমে অনাচার
নতজানু মানুষ, বন্ধ মানবতার হাট৷
পরাক্রমে উঠে দাঁড়াই আমি প্রতিবাদের নেশায়
দেখি বেঁচে আছে শুধু একরাশ লজ্জা
হিমোগ্লোবিন চলমান আমার রক্তরসে
যা কেবল অমেরুদন্ডী অ্যানালিডা পর্বে৷