ভালোবাসার দায়িত্বে ফুলের স্তবক
ঝরা ফুল আর নগ্নপদ করে শোক
বিরুদ্ধ বিরোধিতায় অযথা সংলাপ
একুশের মহত্বে ক্যামেরার আলাপ ।
ভেদবমি করে 'বাংলা ভালো ভাষা নয়'
কেউ উগরোয় 'বাংলা ভালো বাসা নয়'
মুঠোফোনে বলেছে কেউ গু-মুত ঘেটে
তারকার খ্যাতি নাকি তাদের পকেটে।
বাংলায় ভালবাসি বাংলাতে করি ঘৃণা
ঈমানে শক্তি আসে না বাংলা ভাষা বিনা
বাংলায় জন্ম আমার; বাংলা বর্ণে হাসি
বাংলা প্রথম বুলি বাংলাকে ভালবাসি।
বাঙালির সত্ত্বা ভাসে বাংলা ভাষাস্রোতে
বাংলা আমার চেতনা দিবারাত্রি ব্রতে।
২১০২২০২০
চাপড়া