বেলায় বেলায় ফিরে আসবো

এই প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছিলাম

তখন সদ্য রাত; কুচকুচে অন্ধকারের স্তুপ

পতঙ্গের জীবনী নিয়ে একটা সংখ্যা হবে

প্রচ্ছদে তেমন কোন আশা মুদ্রিত নেই

শুধুমাত্র সম্পাদকের স্পর্ধায় ভরপুর প্রত্যয়

এইটুকু ভরসায় আমি থেকে যেতে চাই ।

কাকভোরের আকাশ তখনও বিষন্ন

ধবধবে ফর্সার প্রতীক্ষায় যে টিলায় উঠেছি

তার চৌহদ্দিতে টাঙানো সাফল্যের দর্পণ;

বেলা টপকে যায় দূরের বেলাভূমিতে

অথচ আমার অঙ্গীকার নৈঃশব্দ্য বিপ্লবে বিচূর্ণ

জীবন হারিয়ে যায় আলোকিত মানুষের আঁধারে

সূর্য ওঠে তবুও সে পাহাড়ে আর সকাল হয় না ।

০৬০৬২০২১