লক্ষ চাঁদের আলোই ভেসে
পথ হারিয়ে পড়বে এসে
জ্যোৎস্না স্নাত নীড়ে,
আমার আকাশ তোমার মেঘে
নিদ্রা টুটে উঠবে জেগে
লক্ষ তারার ভিড়ে ৷
ছোট্ট কুঁড়ের বন আঙিনা
বেল ফুল আর হাসনাহেনা
কুঁড়ি হতে ফোটে
বেড়ার বুক জড়িয়ে ধরে
অপরাজিতা কেমন করে
হাসি ফোটায় ঠোটে ৷
কৃষ্ণচূড়ার রঙ বাহারে
ছোট্ট বাড়ি নদীর ধারে
দেখো অস্তমিত রবি,
তোমার মনের কল্পনাতে
স্বপ্ন রেখার আল্পনাতে
আমার আঁকা ছবি ৷
ক্লান্ত মনের অলস ক্ষণে
আমার কথা পড়লে মনে
মেঘলা তুমি এসো,
বনবীথির পুষ্প বিতান
শুনে পাখির প্রত্যুষের গান
আকাশ ভালোবেসো ৷
২৯০৯২০১৮
চাপড়া