সামিয়ানার নিচে নিস্তব্ধ পৌরুষ
বারুদের প্রাচুর্যে অস্থির প্রতিটি কোশ
শুধু একটু আগুনের প্রতীক্ষায়
ভৌত বিপর্যয়ে আর জ্বলে উঠল না ৷

সব আগুন তো আর ধ্বংসের রূপক নয়
তাই, আমি চেয়েছিলাম একটা দাবানল
ইনসাফের পর্দা নগ্ন হলেই আমি নামব
তার আগে চাই একটা বিস্ফোরণ ৷

পানির অভাবে নদীও লাশ হয়;
সৎকার করে তাকে দাফন করা হয় না
পরাজয়ের আপেক্ষিকতায় বেঁচে থাকি
সামান্য আগুনের দূর্জয় মোহে ৷

০৭০৫২০১৮
দেবগ্রাম