তাদের হাতছানির অর্থ বুঝতে পৌঁছেছি দুপুরে
হেসে খেলে কাটানো দীর্ঘ সময়
স্মৃতির কোটরে সে নীরবে ঘুমায়
বুঝি, মিছিলের মাঝে কী বলে কিশোরীর নুপুরে ।
সকলেই জেনে গেছে তোমরা এ দেশের কী ছিলে
চেয়ারে থাক না রাজার অহমিকা!
দেশ ঠিক চেনে তার নিজের প্রেমিকা
হিসাবের খাতা ফেলে যেতে হবে আবারও মিছিলে।
ভুলের খাতার পাতা ডোবেনিকো সুবিশাল সাগরে
অপরাধ বোধ নিয়ে আপনার কাঁধে
বহু কথা আটকায় মুখে এসে বাঁধে
তবুও মিছিলের প্রত্যয়ে হাঁটো দেশের শহরে নগরে।
ইতিহাসে হারেনি কখনো কোন পরাজিত সৈনিক
কলমের কোন কালি বলেনি পাতক
যে যুদ্ধের মাঠে হয়নিকো পলাতক
স্লোগান মুখর মিছিলের মাঝে গেয়েছে গান দৈনিক ।
যে সুর মেঘনা যমুনা বেয়ে ভেদে মজলুমের কান
যে আল্পনা রক্তের রঙে আঁকা
যার পরে চলে স্বৈরাচারীর চাকা
সব সুরই এক আজ, যেন আঠারো কোটির গান ।
প্রাণ ফেরাতে প্রাণ হাতে তোমারা গিয়েছো কবরে
কত চোখ ভিজে কত চোখ লাল
আমরাও লাইনে; যেতে হবে কাল
লিখে যাবো ঠিক আগামীর ঠিকানা কালকের খবরে ।
২৭০৭২০২৪
কুলগাছি