আফসোস কবিতার! আফসোস কাব্যের!
বয়ঃসন্ধিকাল এখনও পার হতে পারেনি
সদ্যজাত কবিতাগুলো খেলা করে উঠানে
এখান থেকে মুদ্রণালয়ে পৌছতে পারে না।


নিজ সন্তানের প্রতি সহজাত মমতা থাকে
অজস্র অভিজ্ঞতার সহবাসে জন্ম হয় কাব্যের
কাব্য চেতনায় মধুচন্দ্রিমা হয় বৈকল্পিক ধারায়
ঘুরে আসে পৃথিবী সৌরজগতের অচেনা গ্রহে।


তথাপিও কালের বিবেচনায় হাঁটতে শেখেনি
নিষিদ্ধ প্রেমের আকাশে যারা উড়ে বেড়ায়,  
তারা থিতু হয় গ্রন্থে; কিন্তু আমার কবিতা
আঙিনার সীমানায় বাস করে শিশুর মতো।


ইতিমধ্যে কৌলীন্য বর্জন করেছে অনেক পিতা
তাই তারা আজ কন্যাদায়গ্রস্তে চিন্তিত নয়
ভাবছি ঔরসজাত সন্তানের দায়িত্ব নিতে হবে
আফসোস কবির! আফসোস তার ভাবনার!


২৪০৬২০১৯
চাপড়া