তৃষ্ণা তোমার চ‌ওড়া বুকে
বুক পেতেছো হাস্য মুখে,
তোমার সাহস শক্তি নিয়ে
বাংলাদেশকে দেয় এগিয়ে
কে ঠেকাবে আজ,
কবর থেকে শোনো সাইদ
ছাত্রসমাজ ভুলেছে নিদ
তোমার খুনের কাতরা নিয়ে
শিক্ষানবিশ জোর বাড়িয়ে
করবে বাকি কাজ।

প্রসারিত হাত দুখানি
আন্দোলনের জোয়াল টানি
আবু সাঈদ চত্বরে এক
এমন জোরে হায়দারী হাঁক
দিয়েছিলে তুলি
সেই হাঁকেতে কাঁপন ধরে
শাসক দলের দুই পাঁজরে
তাইতো শেয়াল সুযোগ বুঝে
স্বৈরাচারীর কদম পুজে
মারল বুকে গুলি।

প্রাণ দিলে সামনে থেকে উচ্চে রেখে শির
আবু সাঈদ তুমি হলে দেশের আসল বীর ।

১৭০৭২০২৪
পশ্চিমবঙ্গ, ভারত