নতুন ধুয়ো উঠেছে— সমুদ্র বমি করবে
কিন্তু এটুকু বমিতে গর্ভবতী বলা চলে?
এক পেটে রকমারি সন্তান তার জন্মাবে
উচ্ছ্বলতা ডেকে আনে অকাল মৃত্যুর কোলে

মানচিত্রের আল বদলে গেছে অনাচারে
পাশেই ঘর অথচ অন্তর যোজন দূরে
পার হতে পারেনি নিশুতি রাতের বিচারে
যুক্তি সাজিয়ে সান্তনা খোঁজে একাকিনী ঘরে

দুপুরের তুফানে কলম থামে ব্যর্থতায়
ওপারের দুঃখে এপারে নীরবে ঢেউ ওঠে
নিরস হাসির বেদনা স্থির বোবা কান্নায়
করুণার ভাষ্যের বাস  প্রতিবেশির ঠোটে

বেলা পড়ে আসছে; চলে অন্ধকারের দিকে
তরঙ্গের ভাঁজে অভিলাষ নিতান্তই ফিকে ৷

১১০৫২০১৯
  চাপড়া