অবেলার অতিথির অ্যাপায়ন
লুকিয়ে থাকে অকাল প্রেমের লজ্জায়
তার বসার আসন ঠিক কোথায়
বুঝতে পারেনি প্রেম পিয়াসী লাবণী
হতচকিত সে আত্মীয় আর স্বজনের দৃষ্টিতে
যেহুতু তার জগৎ সুবিশাল উপলব্ধির
তাই মধ্য রাতের শূন্যতায় খুঁজে পায়
অযাচিত অতিথির আসন আসলে
তার অন্তরের কোন এক কোণে।

যদি ঝড় ওঠে ঘরের চৌকাঠে
প্রবল বর্ষনে ভিজে যায় একাকীত্ব
তখনো ঠিক মনের মাঝখানে বসে থাকে
তার অযাচিত ও অবেলার অতিথি।

০৫২০১৯
কুলগাছি