ভালো লাগে গাঁদা-গোলাপ
ভালো লাগে গন্ধা,
ভালো লাগে শাপলা-জবা
ভালো লাগে সন্ধ্যা।

ভালো লাগে কদম বেলি
ভালো লাগে জুঁই,
ভালো লাগে পদ্ম-বকুল
ভালো লাগে পুঁই।

ভালো লাগে ডেজি-চাঁপা
ভালো লাগে কামিনী,
ভালো লাগে কৃষ্ণচূড়া
ভালো লাগে রজনী।

ভালো লাগে হাসনাহেনা
ভালো লাগে মালতি,
ভালো লাগে বাগান বিলাস
ভালো লাগে কলাবতি।

ভালো লাগে শিউলি কেয়া
ভালো লাগে ডালিয়া,
ভালো লাগে জারুল টগর
ভালো লাগে জিনিয়া।