তুমি আকাশ হবে-
ঘিরে রাখবে বিশালতায়?

চাঁদ হবে-
ভাসিয়ে নিবে নির্মলতায়?

মেঘ হবে-
নাইয়ে দিবে অঝোরধারায়?

নদী হবে-
বেঁধে রাখবে কোমলতায়?

ঝর্ণা হবে-
রোমাঞ্চিত করবে শীতলতায়?

আচ্ছা, তুমি কী হবে?

তুমি ফুল হও
মোহিত রাখবে মুগ্ধতায়।

ছায়া হও
সঙ্গ দিবে সব জায়গায়।