প্রতি রাত ভোর হয়
স্বপনে তোমার ,
তুমি হীন এই রাত
বেদনা আমার।

তুমিময় এই ভব
সুন্দরতম,
তুমি হীন পৃথিবী
নির্জন যেন।