গর্ব করে বলি আমি
রাসূল তোমায় ভালোবাসি
নিজের প্রাণের চেয়েও বেশি
মিষ্টি মধুর গানে জপি
তোমার মধুর নাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
স্বপ্ন যুগে দেখতে পারি
এমন আশা লালন করি
জনম ভরে যত্নে রাখি
আদর সোহাগ দরদ মাখি
তোমার নামের খাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।