তুমি বলেছিলে
সন্ধ্যে ফুল হয়ে
ফুটবে হৃদয় টপে।

বিলাবে সুবাস
পরম আবেগে
নীলানন্দ রূপে।

মৃদুমন্দ হাওয়ায়
দোলনায় চড়ে
দুলবে হৃদয় ঝুলে,

টানবে আমায়
প্রবল বেগে
সকল বাধা ঠেলে।