এসো একটু কথা বলি
গোধূলির বিষণ্ণতা মাখিয়ে
সাঁঝের আলো-আঁধারিতে দাঁড়িয়ে
সম্পর্কের সন্ধ্যে বেলায়।
তোমার সযত্নে থাকা আমার ছবিটি
ঘৃণার কাফনে জড়িয়ে
দূরে কোথাও দাফন করে দিও।
বেদনা যদি কভু উথলে উঠে
দমিয়ে রেখো পরম যত্নে-
ছুঁতে দিয়ো না আকাশ,
ঝর ঝর ধারায় যেন
ভাসিয়ে না নেয়
অনেক কষ্টে জমানো
তোমার প্রতি ক্ষোভ।