এই তো আমি স্বাধীন হলাম-
মুক্ত হাওয়ায় শ্বাসটা নিলাম,
স্বজন-সুজন কাছে পেলাম,
দিনের শেষে নীড়ে গেলাম,
সবই তাদের দান।
পাঁচবেলা দিন আজান শুনি
গাঙের জলে অজু করি
মসজিদেতে নামাজ পড়ি
তসবি হাতে জিকির করি
জানাই তাদের সম্মান।
ঢেউয়ে ঢেউয়ে নদী চলে
দূর দিগন্তের বাঁকটি ধরে
নগর-গাঁয়ের প্রান্ত ঘেঁষে
বন-বাদাড়ের বুকটি চিরে
সদা বহমান।
স্বীকার করি তাদের দান
হয়ে যাব মুক্তপ্রাণ
আসুক যতো ব্যথার বান
সয়ে যাব সরলপ্রাণ
এই তো মোদের গান।