ডাক দিয়েছেন রাসূল প্রেমিক
জেগে ওঠো সব,
রাসূল প্রেমের নাজরানা দাও
উজাড় করে ভব।
মাঠে এসো পথে এসো
এসো তেপান্তর,
রাসূল প্রেমের নাও ভাসিয়ে
চলো যুগান্তর।
আর দিবো না সুযোগ ওদের
রাসূল অপমানের,
ভুলিয়ে দিবো বেঁচে থাকার-
আশা চরাচরের।
উঠো সবে ফেঁপে-ফুঁসে
জ্বলতে থাকো খুব,
নারায় নারায় তাকবীরেতে
ফুলিয়ে চলো বুক।
আর মেনো না কোনো মানা
রাসূল প্রেমের তরে,
আসুক যতো বাধার প্রাচীর
এগিয়ে চলো ভরে।
আমরা যদি নীরব থাকি
উঠবে কারা জেগে?
অন্য জাতি আসবে নাকি
রাসূল প্রেমিক সেজে?
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)