আমার অবর্তমানে নাকি তোমার
হৃদয়ে ভেসেছে বেদনার চর?
আমার নিঠুর নিরুদ্দেশে-
তুমি নাকি হয়েছো নিথর?
জিজ্ঞেস করেছো আকাশকে -
গেরো রঙের মানুষটার
দিতে পারো খোঁজ?
বীথিকায় রেখেছো প্রশ্ন-
সাদা পাঞ্জাবির সরল মানুষটা
শেষ কখন মাড়িয়েছে ছায়া?
চারদিকে হতাশ হয়ে নাকি
শুঁকেছো বাতাসের ঘ্রাণ,
আর বুকের কার্নিশে
আবিষ্কার করেছো শুয়ে থাকা
এক নিঝঝুম প্রাণ?