হয়তো একদিন শেষ হবে
অপেক্ষার এ অগ্নি প্রহর।
তবে সেদিন কি তুমি
খুঁজে পাবে আমাকে?

একদিন হয়তো দেবে
হৃদয়ের সবটুকু ঢেলে
অনির্বাণ মাধুরিতা,
তখন থাকবে তৃষিত মন?

শোন-
জোয়ারের ছোঁয়ায় জেগে ওঠে নদী,
তবে অভাবে অভাবে একদিন
ঠিকই ভুলে যায় জোয়ারের আকর্ষণ।

হয়তো তুচ্ছ অজুহাত পেড়ে বলবে,
প্রিয়জনের জন্য অপেক্ষা
কিছু তো করতেই হয়।

তবে শোনো,
না পাওয়ার শঙ্কা যাকে সারাক্ষণ
তাড়িয়ে বেড়ায়, তার প্রতীক্ষা
কত কঠিন, সেটা তুমি বুঝবে না।

বলতে পারো-
‘কতটা প্রাণপণ হলে এক টুকরো
মাটি আপন অস্তিত্ব বিদীর্ণ করে
জানান দেয় নিজের প্রয়োজন?’
তারচেয়ে বেদনার
আশঙ্কা জাগানিয়া একেকটি প্রহর।

শোন নীহা-
উপেক্ষা অনেক সইতে পারি
তবে কেন যেন তোমার
উপেক্ষা সহ্য করার হিম্মত হয় না।
একদমই না।