অতিশ্রাবণ হৃদয়, তৃষিত চোখ
আর মিষ্টি হাসির কম্পমান ঠোঁট,
এ-ই আমার সম্বল।

তাকিয়ে আছি অধীর অপেক্ষায়
তোমার পথপানে।

যেদিন তুমি আসবে,
বলবে, এ ই যে আমি,
উষ্ণভাবে করে নিবো বরণ।