চলে গেছে মা-বাবা
গেছে ভাইবোন।
আমাকেও যেতে হবে
রেখে সব ধন।

প্রস্তুতি নিতে হবে
নিতে হবে দীন,
ওপারের ঠিকানায়
থাকতে রঙীন।

পৃথিবীর মাতামাতি
পাবে না এ মন
আঁধারের অমানিশায়
মিলে যাবে ক্ষণ।

আমলের পুঁজি যদি
হয়ে যায় লীন
চেহারাটা হয়ে যাবে
ধুসর-মলিন।