তুমি যদি হাসতে পারো
প্রভাত ফুলের মতো,
সকল বাধা কাটতে পারো
সিন্দাবাদের মতো।

সহজ সরল করতে পারো
কঠিন জীবন পথ
বিমল বায়ুর মতো পারো
অনীল ধারাপাত।