আমায় ডেকো না আর
বেদনায় হয়ে যাই সারা।
কতবার বলেছিলাম,
ফিরে এসো, ফিরে এসো,
যেও না খবরদার!
বাতাসের ছোঁয়া পেলে
আকাশে উড়ার
সাধ জাগে না কার?
বলেছিলাম, বাতাসের ওপারে
শক্ত কঠিন ভূমি,
নও তুমি ঘুড়ি, সুতা কেটে গেলে
পারবে না উড়তে জমি!
ভেবেছিলে তুমি আকাশে উঠে
মাখবে গোধূলী মায়া,
পৃথিবী যার পায়ের ‘পরে
ফেলবে চুমের ছায়া।