বিলাসিতা ছাড়তে হবে
ধরতে হবে কৃচ্ছতা,
দেশের মানুষ থাকবে ভালো
যদি থাকে স্বচ্ছতা।

বিলাস বহুল গাড়ি-বাড়ি
এসি চলে সবে,
মসজিদেতে চলতে এসি
বাধা কেন তবে?

রাঘব বোয়াল থাকে সদা
ধরাছোঁয়ার বাইরে,
তাদের দিকে দাও মনোযোগ
উপায় ভিন্ন নাইরে।