বিদ্রোহী নজরুল
সকলের তরে গেয়েছো গান
করোনি তো ভুল।
ছড়া কবিতায় সাজিয়েছো বাগ
রেখে গেছো অমর সম্ভার,
সবার কাব্যে তুমি নিনাদিত জানি
শতাব্দির এই মহাপ্রান্তর।
রেখে গেছো গান চির অম্লান
গাইছি মোরা সবি
ইথারে পাথারে আজ ভাসিয়েছি তব
মুক্তির স্বর-ধ্বনি।
তুমি নেই তাই বাজছে না আর
অনাচার দ্রোহের বাঁশি
কাব্যে মোদের ফোটে কেবল
দুকুচি অশ্রু রাশি।