তোমার চোখের তারায় আজো সুখ খুঁজি হে মায়াবতী
মায়ার ডোরে বেঁধে রেখো জীবনজুড়ে অনেক অতি।
তুমি ছাড়া জীবনটাকে
বিলিয়ে দেব আর বা কাকে
তাই তো হারাই তোমার বাঁকে
নাও না টেনে তব বুকে
রাখব মাথা তখন সুখে।
দূর থেকে রোজ শুধুই দেখি মিষ্টিতম দুটি আঁখি
হৃদয় ভূমে তৃষ্ণা জাগে আর দিয়ো না তবে ফাঁকি
প্রিয়তমা দাও না কথা
যতন দেবে যথা যথা
দেখাও তব বদান্যতা
বুকে অনেক কথা জমা
বলব তবে কাব্যতমা।
একলা একা শুধুই ভাবি, কবে তুমি হবে রাজি
তোমার মনটা পেতে আমি ধরতে পারি জীবন বাজি।
ভর করো তো আমার পরে
রাখব তোমায় যতন করে
এই জীবনের খেলাঘরে
তাই দিয়ো না আমায় ফাঁকি
পরাণ জুড়াও ওগো সাকি।