অনেক ভেবে দেখেছি,
কী থাকতে পারে আপনার
আমাকে ভালোসার উপসর্গ?
খুঁজে পাই না কিছু।

বারবার মনে হয়-
এটা আপনার বদান্যতা,
অনেক বড় উদারতা।

এই যে আপনি আমাকে
লাল খামে মোড়ানো ডায়েরি দিলেন,
কেন দিলেন?

আমি তো কোনোদিন
আপনাকে তেমন কিছু দেইনি!

সত্যি বললে, আমার মনে
এ চিন্তা কখনো জাগ্রতই হয়নি।

অথচ আপনি, ভাবনার সীমানা পেরিয়ে
বিনিময় দিগন্ত স্পর্শ  করলেন!

বিশ্বাস করি,
আপনার ভালোবাসা নিখাঁদ,
তবে ভয় করি কি জানেন-
জানি না, এ ভালোবাসার মর্যাদা
রক্ষা করতে পারব কিনা।

তবে এতটুকু বলি,
আমার কোনো ভালোবাসা
জলে ভাসতে দেই না আমি।

আপনাকেও আমি অনেক ভালোবাসি নীহা,
আপনি ছাড়া নিজেকে বড় অসহায় লাগে।