একদিন ভোরে তোমাকে
বলেছিলাম, আমার এ-ই প্রয়োজন।
তুমি দেখালে প্রয়োজনের চেয়ে
বড় প্রয়োজন। কথা ছিলো,
প্রয়োজন চুকে গেলে আমাকে
সময় দিবে। আমার কথা তুমি ভাববে। কই?
সবই শেষ হলো। সময়ের পাল্লায় অপেক্ষার প্রহর
আরো যুক্ত হলো। সবকিছু স্বাভাবিক হলো।
স্বাভাবিক হলে না তুমি। ভাবলে না আমার প্রয়োজন।
আচ্ছা, শুনি, আমাকে নিয়ে ভাবার কি
ফুরসত নেই তোমার?