প্রিয় রেখো আমায় অন্তরে
ফের রাখব মাথা তোমার কোলে যতন করো মন ভরে
প্রিয় রেখো আমায় অন্তরে।
মনের কোণে জাগে আশা খুব করে
ভাবালুতায় যাই হারিয়ে স্মৃতির পাতার পুব পরে
বাসলে ভালো হবে ভালো
ভরবে হৃদয় কাটবে কালো
ঘোর আঁধারের অমানিশা কেটে যাবে ভোর ভোরে।
তবে ছুটব কোনো বন্দরে
প্রিয় রেখো আমায় অন্তরে।
ভাসব তখন সুখ নদীতে
ফুল ফোটাব মন বেদিতে
হাওয়ার তালে দুলব মৃদু আমোদিতে
মনের সুখে তোমার প্রীতি রাখব হৃদয় অন্দরে
মন গলবে সেই স্মৃতিতে
কী শান্তি ওই প্রীতিতে
লক্ষ তারার মাঝে তখন নিজকে গুণি চন্দ্ররে
প্রিয় রেখো আমায় অন্তরে।
২৮ নভেম্বর ২০২৩