পৃথিবীতে যে কাজ সবচেয়ে
ভালো পারি, সেটা হলো,
হৃদয় উজাড় করে ভালোবাসা,
যে কাজটা একদম পারি না,
সেটা হলো, কাজে এক ধ্যানে লেগে থাকা।

আচ্ছা, তুমি আমাকে কেন ভালোবাসো?

আমি অনেক ভালোবাসতে পারি বলে?
নাকি কাজের না বলে স্নেহ পরবশ হয়ে?

আমার জানতে খুব ইচ্ছে করে।