বললাম, আমায় ভালোবাসো?
বললে, আমার দ্বারা তা হবে না।

‘তবে ভালোবাসার এ ফুলটা
অন্য কাউকে দিয়ে দিতে পারি?’

‘তাকে তো আস্ত চিবিয়ে খাব।’

‘ভালোবাসি বললেই তো পারতে’

‘যেখানে এ ‘ভালোবাসি’ আছে,
সেখানেও ভালোবাসা থাকে?’