দইকলি দইকলি
কোন শাখে থাকো?
রাতদিন কয়বার
রব রবে ডাকো?

রোজ রোজ কয়বার
নীড় ছেড়ে আসো?
খাদ্যের সন্ধানে
শাখ-ডালে বসো?

ছোট ছানা কয়খানা
আছে সংসারে
দিনমানে রেখে আসো
খড়কুটো ঘরে।