আমার অসুস্থতার সংবাদে যখন তোমার কপালে ভাঁজ পড়ে,
মনে হয়, তুমি আমায় ভালোবাসো।
নতুন কারো সাথে কথা হলে যখন অজানা আশঙ্কায় দুলে ওঠো,
মনে হয়, তুমি আমায় ভালোবাসো।
মন খারাপের দিন যখন একগুচ্ছ ‘হাজার গোলাপ’ নিয়ে উপস্থিত হও,
মনে হয়, তুমি আমায় ভালোবাসো।
আমার বিজয়ের আনন্দে যখন বান্ধবীদের সাথে তুমি গর্ব করো,
মনে হয়, তুমি আমায় ভালোবাসো।
কিন্তু তোমাকে যখন আমার করে পেতে চাই, আর তুমি উপেক্ষা করো,
মনে হয়, তুমি আমায় ভালোবাসো না। একদমই না।
হে ছলনাময়ী, কাছে এসে একবার বলো, সত্যি, তোমায় ভালোবাসি।