বহু প্রতীক্ষার প্রহর পেরিয়ে
উপনীত হলাম তোমার হাজিরির ওয়াক্তে
কথা ছিলো, তাকে দীঘল করবে তুমি
রাবারের মতো না হোক
অন্তত দুঃখের মতো দীর্ঘ।
কিন্তু তুমি এলে অতপর চলেও গেলে
যেন মিলে গেলো বারির ক্ষণকালীন বুঁদ।
বলার কত কথা ছিলো
কত ছিলো শোনার
অথচ অচীন ভাব কাটার আগেই
তুমি চলে গেলে
যেন বনের পাখি উড়ে গেলো
বনের সুখ ঠিকানায়।