তোমার কাছে রাখা যাবে
জীবনের আছে যতো দুঃখ?

তুমি সেগুলো আগলে রাখবে
পরিণত করবে মহাশক্তিতে?

আমায় ফিরিয়ে দিবে
কয়েক গুণ অধিক করে?

যেন আমি অনেক গুণ ফিরিয়ে দিতে পারি
প্রত্যেকের যথাযথ প্রাপ্তরূপে!

যদি পারো, আমায় বলো।

আমার সব দুঃখ তোমার কাছে
পরিপালনে দিবো।

বলো, তুমি পারবে!
বলো, পারবে আমার দুঃখগুলো
শক্তিতে পরিণত করতে!