বললাম, চলো, হাত ধরে হাঁটি,
হারিয়ে যাই দূরের অজানায়।
কেউ সেখানে খুঁজতে যাবে না
বিরক্তও করবে না কেউ।
তুমি কথা শুনলে না,
কেমন ভাব দেখালে,
বেশ উপেক্ষাও করলে,
বললে, এমন কথা বললে আর
কখনো একসাথে পথও চলবে না।
আমি হতাশ হলাম।
নির্বিকার হলাম।
কিংকর্তব্যবিমূঢ় হলাম।
করণীয় স্থির করতে পারলাম না।
তুমি তো জানো, এ সময়
আমার সিদ্ধান্ত হয় কঠোর,
অনেক ঝুঁকি নিয়ে ফেলি জেদে।
তাই সিদ্ধান্ত নিলাম-
তুমি পথ এড়াবার আগেই
আমি তোমায় এড়িয়ে যাবো।
এখন তুমি ফিরে এলে,
দূরে কোথাও হারিয়ে যেতেও
রাজি হয়ে গেলে।
শোন, এ স্বভাবটি আমার একদম
ভালো লাগে না।