কতটা ঘনিষ্ঠ ছিলে-
বলার আগেই চুকিয়ে নিতে হৃদয়ের পাঠ ,
কেন বুঝতে পারোনি শেষ কথাটি-
তোমার সাথে আর কথা হবে না?!
ধরে নিয়েছো, আমি বিচ্ছেদ চেয়েছি,
তাই বলেছিলে, আচ্ছা, ভালো থাকবেন!
কথার আড়ালে থাকে আরেকটি কথা
সে তোমার অনেক আগ থেকেই জানা!
তবে কেন বিচ্ছেদ বুঝেছিলে?!
নাকি ‘ভালো থাকেন’ এর আড়ালে
ছিলো অভিমানিক কোন বার্তা?
আগামীতে এমন কথা মুখে না আনার তীব্র আকাঙ্খা?
তবে কি বুঝের ভুলে আমিও সমান অংশীদার?
তা হয়তো হতে পারে।
তবে মনে থাকার কথা-
অভিমান দীঘল না করার প্রতিশ্রুতি ছিলো আমাদের।
কই তুমি তো এলে না?
কত সাঁঝ মধ্য রাতে গড়িয়েছি,
গুণেছি কত প্রতীক্ষার প্রহর,
একটুও তো খোঁজ নিলে না!
তবে কি সত্যিই তুমি বিচ্ছেদ চেয়েছিলে?