একদিন ভুলে যাব সব
বলে দিবো বিদায় ওগো
করে কলরব।

সেদিন আমায় দোষ দিবে না
বলবে না আর ফিরার কথা
আমি তোমায় সাধবো না আর
শুনবো না যে মনের ব্যথা।

থাকতে সময় কর আপন
সময় গেলে পরে
শোক কাতরে রইবে পাথর
সাঁঝের বিরান ঘরে।

বুক ভাসিয়ে অশ্রুজলে
কাঁদবে একা একা
পাবে না তো কাছে আমায়
ঘুচবে না তো ব্যথা।

কী লাভ হবে তখন বলো
ব্যথা ভরা বুকে
আমায় স্মরে কষ্ট পাবে
জ্বলবে ধুকে ধুকে।