বৃষ্টি ধারা ঝরছে
পানির মাঝে একটি সাঁকো
হাওয়ার তালে দুলছে।

দূরে পাখি উড়ছে
নভ বুকে ডানা মেলে
নীড়ের টানে ছুটছে।