পড়ন্ত বিকেলের বিষাদ মেখে
বাবা যখন ফেরেন ঘরে,
দিনের ক্লান্তি পেরিয়ে
উপনীত হন অবসরে,
রোজই দেখি, এ সময়
বাবার উপর ভর করে
অদ্ভুত এক ‘দ্যাও’।
বাবা, আমার গাড়ি এনেছো?
দ্যাও আমার চকোলেট,
আমার আইসক্রিম তুমি
কোনদিন আনো না,
ভাতই খাবো না আমি।
রোজ রোজই বাবা
শিকার হন দ্যাওটার
সাধ্যের সবটুকু ঢেলেও
যেন নিস্তার নেই তার।
তবুও বাবা হন না ক্লান্ত।
আচ্ছা বাবা, বাবাদের কি
ক্লান্তি পেতে নেই?