ওরা তোমায় বাঁচতে দেয়নি
ঠাণ্ডা মাথায় করেছে হত্যা।
তোমার দেশ প্রতিবাদ জানায়নি
রেখেছে তাদের প্রতি আস্থা।
তবে যে আওয়াজ তুমি তুলেছো
বন্ধ হয়ে যাবে?
উঁ হু, কখনোই নয়। বরং
নিযুত কণ্ঠে উচ্চকিত হবে।
এই আগুন জ্বলে উঠে
ফেঁফে ওঠে বারবার,
লাভায় লাভায় ধ্বংস করে
যতই হোক দুর্নিবার।
আলজাজিরার প্রয়াত সাংবাদিকার জন্য নিবেদিত।