আপনি হলেন প্রাণের শুরু
আদর্শের-ই প্রতীক
আপনার দেখানো পথে হাঁটছি আমি এক পথিক।
লেখা পড়ায় ছিলাম কাচা,তাই দিতাম অনেক ফাঁকি
শিক্ষক ছিলো বড়ই কঠোর রাখতো না পড়া বাকি
দিনের পড়া দিনেই তোমার শিখতে হবে শুনো
না শিখার তাল বাহানা চলবে না আর কোনো।
অনেকেই শিখতো পড়া আমি পারি নাই
শিক্ষক তখন বেত্রাঘাতে শাসন করতো আমায়।
বলতো আমায় শুনো ছেলে একদিন বুঝবে তুমি
না পারিলে বেত্রাঘাত কেন করিতাম আমি।
শিক্ষক আপনি আলোর পথের নির্ভীক অভিযাত্রী,
শিক্ষক আপনার অনুসরণ করি, সকল ছাত্র-ছাত্রী।
মানুষের মতো মানুষ গড়তে আমায়
অবদান রেখে গেছেন যিনি,
সে আর কেউ নয় আমার প্রিয় শিক্ষক তিনি।